ভীষ্মের ১০ টি বাণী যা বদলে দেবে আপনার জীবন

2

মহারথী ভীষ্মের বাণী সংকলন

ভীষ্মের ১০ টি বাণী

মহাভারতের অন্যতম প্রধান চরিত্র ছিলেন মহামহিম ভীষ্ম । সেইসময় পৃথিবীর সবথেকে শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি । যারা মহাভারত নিয়মিত অধ্যয়ন করেন তারা অবশ্যই অনুধাবন করেছেন, যে শুধু যুদ্ধবিদ্যাই নয় । অত্যন্ত ধার্মিক এবং জ্ঞানীও ছিলেন তিনি । আজ সেই ভীষ্মদেবের সেরা কয়েকটি উক্তি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে ।

মহারথী ভীষ্মের উক্তি

১. ক্রোধ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা করতে শিখতে হবে ।

২. আত্ম অনুশীলনের ফলে যথার্থ জ্ঞান অর্জন করা যায় ।

৩. অপ্রত্যাশিত সঙ্গ পরিহার করে অর্থ বাচানো যায় ।

৪. অবৈধ বাসনাসমূহ থেকে মুক্ত হওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হবে ।

৫. আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা ঘুমকে জয় করা যায় ।

৬. শৌর্যের দ্বারা ভয় পরিহার করা যায় ।

৭. তথ্য নির্ধারণের মাধ্যমে মিথ্যা তর্ক জয় করা যায় ।

৮. গাম্ভীর্য ও মৌনতার দ্বারা বাচালতা দূর করা যায় ।

৯. যোগ অনুশীলনের দ্বারা ক্ষুধা ও তৃষ্ণা জয় করা যায় ।

১০. সহনশীলতার দ্বারা বাসনাসমূহ এবং বিদ্বেষকে জয় করা যায় ।

১১. নিয়ন্ত্রিত আহারের দ্বারা রোগের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায় ।

১২. ভোরে শয্যা ত্যাগ করার দ্বারা বিহ্বলতা জয় করা যায় ।

১৩. জগতের অনিত্যতার সম্বন্ধে জ্ঞান আহরণের ফলে বিষয়-তৃষ্ণা নিবারণ করা যায় ।

১৪. আত্ম-সংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্তি পাওয়া যায় ।


এছাড়াও মহারথী ভীষ্ম সমগ্র মানবজাতিকে ৯ টি উপদেশ দিয়েছেন । যথাঃ

১. ক্রোধ করো না ।

২. মিথ্যা কথা বলার অভ্যাস পরিহার কর ।

৩. সম্পদ সর্বদা সমভাবে বন্টন করবে ।

৪. ক্ষমা করতে শেখো ।

৫. কখনো কারোর প্রতি শত্রুভাবাপন্ন হবে না ।

৬. দেহে ও মনে শুদ্ধ হবে ।

৭. কেবল বিবাহিত পত্নীর দ্বারাই সন্তান উৎপাদন করবে ।

৮. সরল হতে শিখবে ।

৯. সর্বদা আশ্রিত এবং অধীনস্থদের যত্নের সহিত পালন করবে ।       

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. নামহীনমে ১৭, ২০২১

    আচ্ছা দাদা, বিদুর নীতি বইটির pdf লিংক পাওয়া যাবে ?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের ফেইসবুক পেজ দৈববাণীতে Knock
      করুন, লিংক পেয়ে যাবেন🙏🙏

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top