তিলের অবস্থান দেখে মানুষ চিনুন !!
মানবদেহের সর্বাঙ্গে অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত একরকম স্থায়ী চিহ্ন থাকে, এগুলির রঙ একরকম হয় না । এগুলির রঙ লালও হয় আবার কালোও হয় । সাধারণ কথায় এগুলিকে তিল বলে ।
(ক) লাল রঙের তিল সবসময় শুভফল প্রদান করে ।
(খ) কালো রঙের তিলগুলি স্থান বিশেষে ফলাফল প্রদান করে ।
১. মাথার ব্রহ্মতালুতে কালো তিল ---- তন্ত্রসাধক ও কঠোর তপস্মী হয় ।
২. কপালের মাঝখানের কালো তিল ---- সৌভাগ্যবান, জ্ঞানী ও যশের পরিচায়ক ।
৩. নারীর কপালের বামভাগে কালো তিল ---- সুখী, সুপুত্রবতী ও সরল মনের পরিচায়ক ।
৪. কপালের ডানদিকে নাসার ওপর তিল থাকলে ---- দৈবধন ও যশোলাভের সম্ভাবনা ।
৫. চোখের নিচে তিল ---- অধ্যাবসায়ীর চিহ্ন ।
৬. গন্ডস্থলের তিল ---- নির্ধনীর চিহ্ন ।
৭. নিম্ন ও ওপর ওষ্ঠের তিল ---- বিলাসীতা ও প্রেমিকতার চিহ্ন ।
৮. কন্ঠের তিল ---- বিবাহ দ্বারা অর্থলাভ প্রকাশ করে ।
৯. বক্ষের তিল ---- সুস্থদেহ ও ভাগ্যের পরিচায়ক ।
১০. দক্ষিণ পাঞ্জরের তিল ---- হীনবুদ্ধির পরিচায়ক ।
১১. উদরের তিল ---- পেটুক, স্বার্থপর ও পরিচ্ছদ প্রিয়তার চিহ্ন ।
১২. হৃদয়ের বিপরীত দিকের তিল ---- নৃশংসতার চিহ্ন ।
১৩. দক্ষিণবাহুর তিল ---- দৃঢ়দেহ ও ধৈর্যশীলতার চিহ্ন ।
১৪. কন্ঠস্থ তিল ---- ধৈর্যশীলতা, বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন ।
১৫. ভ্রূ-নিম্নস্থ তিল ---- জীবনব্যাপী দুঃখ-দারিদ্রের চিহ্ন ।
১৬. ললাটের দক্ষিণপার্শ্বস্থ তিল ---- অসৎ চরিত্রতার চিহ্ন ।
১৭. ললাটের বামপার্শ্বস্থ তিল ---- অপব্যয়, নিন্দা ও অখ্যাতির চিহ্ন ।
১৮. নাসিকার দক্ষিণপার্শ্বের (চোখের দিকে) তিল ---- দীর্ঘজীবী, ধনবান ও অধ্যাবসায়ীর চিহ্ন ।
১৯. নাসিকার বামপার্শ্বের তিল ---- ধর্মহীন, অপব্যয়ী ও মূর্খতার চিহ্ন ।
২০. বক্ষস্থলের মাঝের লোমসহ তিল ---- বিদ্বান ও কবিত্বশক্তির চিহ্ন ।
২১. বামগালের তিল ---- দাম্পত্য ও প্রেমে সুখী এবং অসৌভাগ্যের চিহ্ন ।
২২. কর্ণমধ্যস্থ তিল ভাগ্য ও যশের চিহ্ন বহন করে ।