গুরু নানকের বাণী সংকলন

2

গুরু নানকের বিখ্যাত বাণীসমূহ


গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক । মধ্যযুগে তিনি হিন্দুদের প্রতি বাবরের অমানুষিক অত্যাচার সচক্ষে প্রত্যক্ষ করেছিলন । তাই তিনি ঐ সময় মুসলীম শাসকদের অত্যাচার থেকে ভারতকে বাঁচাতে এক প্রতিবাদী জাতির সৃষ্টি করেন, যাদের এখন আমরা শিখ ধর্মাবলম্বী নামে চিনে থাকি । ঐ সময় শিখ জাতির উদ্ভব না হলে হীনবীর্জ হিন্দুদের কি হতো বলা মুসকিল ।

গুরু নানকের বাণী সংকলন


গুরু নানক তার সমগ্র জীবনব্যাপী তার শিষ্যগণকে বিভিন্ন হিতকর উপদেশ দিয়েছেন । তারই একাংশ আজ আপনাদের সামনে তুলে ধরছি ।


১. ঈশ্বর সর্বত্র বিদ্যমান আছেন, আমাদের সকলের পিতা একমাত্র তিনিই । এইজন্য আমাদের সবার সাথে প্রেমপূর্বক থাকা উচিত ।

২. আমাদের কখনই, কারোর অধিকার কেড়ে নেওয়া উচিত নয় ।

৩. আমার(আত্মার) জন্মই হয়নি, তাহলে আমার জন্ম কিংবা মৃত্যু কিভাবে হবে ।

৪. নিজের বাহুবলের মাধ্যমে পরিশ্রম করে, লোভকে ত্যাগ করে আমাদের সঠিকভাবে অর্থ উপার্জন করা উচিত ।

৫. ঈশ্বরের জন্য খুশির গান গাও, প্রভুর নামের সেবা করো এবং তাঁর সেবকের সেবক হয়ে যাও ।

৬. সংসারকে জয় করার আগে, নিজের বিচারগুলির উপর বিজয়প্রাপ্ত করা অত্যন্ত জরুরি ।

৭. ভগবান এক কিন্তু তাঁর রূপ বিভিন্ন । সে সবারই নির্মান করেন এবং নিজেও মানুষ রূপে জন্মগ্রহণ করেন ।

৮. অহংকার মানুষকে মানুষের মত থাকতে দেয়না, তাই আমাদের অহংকার কখনই করা উচিত নয় । বিনম্রভাবে, সেবা করার ভাবনার দ্বারা আমাদের জীবন অতিবাহিত করা উচিত ।

৯. কেউ ঈশ্বরকে তর্কের মাধ্যমে কখনই বুঝতে পারবে না, এমনকি সে যদি যুগ যুগ ধরেও তর্ক করতে থাকে ।

১০. বন্ধুরা, আমরা কখনই মৃত্যুকে খারাপ বলতাম না যদি আমরা জানতাম যে, বাস্তবে মরে কিভাবে যাওয়া যায় ।

১১. পার্থিব ভালবাসাকে পোড়ান, নিজের ছাইকে ঘষুন এবং সেটার কালি বানান, নিজের হৃদয়কে কলম তৈরি করুন, নিজের বুদ্ধিকে লেখক বানান এবং সেটিই লিখুন যার কোনোও শেষ নেই আর যার কোনো সীমা নেই ।

১২. যার নিজের উপর বিশ্বাস নেই, সে কখনই ভগবানের উপর বিশ্বাস করবেনা ।

১৩. এই পৃথিবী একটি নাট্টমঞ্চ, যেটিকে একটি স্বপ্নের মাধ্যমে উপস্থাপিত করা হয় ।

১৪. যেইসব মানুষ; যাদের মধ্যে ভালোবাসা আছে, তারা সেইসব মানুষদের মধ্যে একজন যারা ঈশ্বরকে খুঁজে পেয়েছেন ।

১৫. শুধুমাত্র সেটাই বলুন, যেই শব্দগুলি আপনাকে সম্মানিত করে ।

১৬. আপনি চাইলে যেকোনো ধরনের বীজ বপন করুন, সেটিকে সঠিক আবহাওয়ার মধ্যেই প্রস্তুত করা প্রয়োজন । যদি আপনি ধ্যানপূর্বক সেটির অবস্থানকে লক্ষ্য করেন তাহলে আপনি এটা জানতে পারবেন যে, বীজের গুনই সেটিকে উপরে নিয়ে আসে ।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. আচ্ছা গুরু নানকের জীবনী সম্পর্কিত কোন বই কি পাওয়া যাবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের সংগ্রহে থাকলে অবশ্যই আপনাকে pdf লিংক দেব।
      ধন্যবাদ

      মুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top