প্রাচীন ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয় সমূহ

0
প্রাচীন ভারতের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়সমূহ


প্রাচীন ভারতের বিখ্যাত কিছু বিদ্যাপীঠ

বিক্রমশীলা

মগধের কাছে গঙ্গাতটে বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে ১১৪ জন আচার্য অধ্যাপনা করতেন । বিশিষ্ট পণ্ডিতদের নিয়ে ছিল এর পরিচালক মণ্ডলী । পণ্ডিত অতীশ দীপঙ্কর ও শ্রীজ্ঞান যখন এখানে মহাচার্য ছিলেন তখন এখানে ছাত্র সংখ্যা ছিল ৮ হাজার ।

নালন্দা

এই বিশ্ববিদ্যালয় অতি প্রাচীন । বহুশতাব্দী ধরে এই বিদ্যাপীঠের জ্ঞান সুরভি বর্তমান ছিল ।বিখ্যাত চাইনিজ পন্ডিত হিউয়েন সাং এখানে লেখাপড়া করেছিলেন । নাগার্জুন, শীলভদ্র, দিগনাগ, ধর্মকীর্তি প্রমুখ বিশ্ববিশ্রুত অধ্যাপকগণ এখানে অধ্যাপনা করতেন । সমগ্র বিশ্বের ছাত্র এখানে জ্ঞানার্জনের জন্য আসতেন ।এর বিশাল পুস্তক ভাণ্ডার ছিল । মুসলিম আক্রমণের সময় বক্তিয়ার খিলজী তার সৈন্যদের রান্নার জ্বালানী হিসাবে এই সমস্ত পুস্তক ব্যবহার করেছে ।আ

তক্ষশীলা

রাওয়ালপিণ্ডির নিকটে অবস্থিত প্রাচীন শিক্ষাকেন্দ্র । চাণক্য এখানেই আচার্য হিসাবে ছাত্র চন্দ্রগুপ্তকে শিক্ষাদান করে রাষ্ট্রপুরুষ হিসাবে নির্মাণ করেন । পাণিনিও এখানে অধ্যয়ন করেছিলেন । কথিত আছে, মহর্ষি বৈশম্পায়ন মহাভারতের প্রথম পাঠ এখানেই শুনিয়েছিলেন ।

তথ্যসূত্র : পূণ্যভূমি ভারত


আরও পড়ুন :

বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেলিব্রিটি যারা হিন্দুধর্ম গ্রহণ

 করেছেন

প্রতিমা কেন বিসর্জন দেওয়া হয় ?


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top