শ্রীকৃষ্ণের জন্ম তারিখ কত ?

0
শ্রী কৃষ্ণের জন্ম তারিখ কত ?

শ্রীকৃষ্ণ কত সালে জন্মগ্রহণ করেন ?

শ্রীকৃষ্ণের জন্মের তারিখ বা সন কোথাও নির্দিষ্ট করে দেওয়া নেই । এই নিয়ে ঐতিহাসিকগণ নানাজনে নানা মত প্রকাশ করেছেন । তবে মাস এবং তিথি নির্ধারিত আছে । শ্রীকৃষ্ণ ভাদ্রের কৃষ্ণা অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন ।

ড. মহানামব্রত ব্রহ্মচারী বিরচিত শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধে (৫ম খন্ড) গ্রন্থের ভূমিকা অংশে বিধৃত আছে :

যস্মিন কৃষ্ণো দিবং যাত তস্মিন্নেব তদাহনি ।
প্রতিপন্নং কলিযুগমিতি প্রাহ পুরাবিদঃ ।।

Here : জন্মাষ্টমীর পারণ মন্ত্র

দশম স্কন্ধের এই শ্লোক থেকে জানা গেল, শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান করেন সেই দিনই কলিযুগ আরম্ভ হয় । পঞ্জিকা মতে এই বছর ২০২৩ । কলির গতাব্দ ৫১২৩ । অতএব ৫১২৩ – ২০২৩ = ৩১০১ খ্রিষ্টপূর্বাব্দে শ্রীকৃষ্ণের তিরোভাব । ফলে ৩১০১ + ১২৫ = ৩২২৬ খ্রিষ্টপূর্ব অব্দে শ্রীকৃষ্ণের আবির্ভাব । বর্তমানে ২০২২ এ শ্রীকৃষ্ণাব্দ ৩২২৬ + ২০২৩ = ৫২৪৯ বছর । সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫২৪৮ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top