পঞ্চপান্ডবদের সকল স্ত্রী, পুত্র ও কন্যাদের নাম

0

 

পঞ্চপান্ডবদের সকল স্ত্রী, পুত্র ও কন্যাদের নাম

পঞ্চপান্ডবদের সকল স্ত্রী, পুত্র ও কন্যাদের নাম


হিন্দু মহাকাব্য মহাভারত সম্পর্কে আমরা কম বেশী অনেকেই জানি । কিন্তু এই মহাভারতের অনেক তথ্যই কিন্তু আমাদের অজানা । যেমন দ্রৌপদী কিংবা সুভদ্রা বা উলূপী ছাড়াও পাণ্ডবদের অন্যান্য স্ত্রী দের নামের সাথে আমরা খুব একটা পরিচিত নই । এ ছাড়া পান্ডবদের পরবর্তী প্রজন্মের মাত্র দুই কিংবা তিন জনের নামই আমরা জানি; কিন্তু অভিমন্যু বা ঘটোৎকচ ছাড়াও পাণ্ডবদের আরো সন্তান ছিলেন যাদের উল্লেখ খুব একটা পাওয়া যায় না । আসুন জেনে নেওয়া যাক তারা কারা ?


১) যুধিষ্ঠির এর অপর এক স্ত্রীর নাম দেবিকা এবং পুত্র যান্ধেয় বা যৌধেয় ।


২) দ্রৌপদী এবং যুধিষ্ঠির এর সন্তানের নাম প্রতিবিন্ধ্য ।


৩) ভীমের স্ত্রী বলান্ধরা এবং সন্তান সর্ব্যা ।


৪) ভীমের অপর স্ত্রী হিড়িম্বা এবং সন্তান ঘটোৎকচ ।


৫) দ্রৌপদী এবং ভীমের সন্তান শতসোম বা সুতসোম ।


৬) অর্জুনের স্ত্রী সুভদ্রা এবং পুত্র অভিমন্যু ।


৭) অর্জুনের অপর স্ত্রী উলূপী এবং পুত্র ইরাবান ।


৮) অর্জুনের অপর স্ত্রী চিত্রাঙ্গদা এবং পুত্র বব্রুবাহন ।


৯) অর্জুনের আর একজন স্ত্রীর নাম অয়েলি যাদের কোনো সন্তান ছিল না ।


১০) দ্রৌপদী এবং অর্জুনের পুত্র শ্রূতকীর্তি ।


১১) নকূলের অপর স্ত্রী করেণুমতী এবং পুত্র নিরমিত্র ।


১২) দ্রৌপদী এবং নকুলের সন্তান শতানীক ।


১৩) সহদেবের স্ত্রী বিজয়া এবং পুত্র সুহোত্র ।


১৪) দ্রৌপদী এবং সহদেবের সন্তান শ্রূতসেনা বা শ্রুতকর্মা ।


এছাড়াও পঞ্চপাণ্ডবের ঔরসে দ্রৌপদীর গর্ভে ছয়জন কন্যাও জন্মায়, যা আমাদের মনের অগোচরেই রয়ে গেছে ।


দ্রৌপদীর কন্যারা


যুধিষ্ঠির + দ্রৌপদী = সুতনু

ভীম + দ্রৌপদী = সংযুক্তা

অর্জুন + দ্রৌপদী = প্রগতি ও প্রজ্ঞা (যমজ)

নকুল + দ্রৌপদী = পৃন্থা

সহদেব + দ্রৌপদী = সুমিত্রা


এদের সম্পর্কে খুব বেশি কিছু না জানা গেলেও দুর্যোধনের কন্যা লক্ষণা সম্পর্কে শুধু এই টুকুই জানা যায় যে তিনি ছিলেন শ্রীকৃষ্ণপুত্র শাম্বর স্ত্রী । এই বিবাহ বলরাম দিয়েছিলেন ।


পাণ্ডবগণের কন্যাদের মধ্যে নকুলের কন্যা ছিলেন সবার বড় ও ভীমের কন্যা ছিলেন সবার ছোট ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top