হিন্দু ধর্মের পাঁচটি স্তম্ভ ও এর বিস্তর ব্যাখ্যা

0

হিন্দু ধর্মের পাঁচটি স্তম্ভ ও এর বিস্তর ব্যাখ্যা

হিন্দু ধর্মের পাঁচ টি স্তম্ভ হলো

১) ব্রহ্ম/ পরমাত্মা/ ভগবান

২) জীবাত্মা

৩) সংসার

৪) কর্ম- কর্মফল- পুনর্জন্ম

৫) মোক্ষ বা মুক্তি

এর মধ্যে প্রথম ধারণা টি বৌদ্ধ ব্যাতিত সকল ধর্মে আছে । দ্বিতীয় টি ও সকল ধর্মের সাধারণ বৈশিষ্ট্য।তৃতীয়টি ও একটু অন্যভাবে সব ধর্মে আছে । চতুর্থটি আংশিক (কর্ম ও কর্মফল) সকল ধর্মে থাকলেও পুনর্জন্মবাদ সনাতন ধর্মের ভিত্তি । বৌদ্ধ ধর্মে আছে কিন্তু সনাতন ধর্মের মতো করে নয় । আব্রাহামিক ধর্মগুলিতে একদমই নেই । ৭০ /৮০ বছরের সামান্য কিছু দিনের পাপ পুণ্যের মাপকাঠিতে অনন্ত স্বর্গ বা নরকবাস । এতে ঈশ্বরের ন্যায় বিচারকে(সনাতন ধর্ম দর্শন অনুসারে) প্রশ্ন চিহ্নিত করা হয় ! পঞ্চম তথা শেষ বৈশিষ্ট্যটি বৌদ্ধ ধর্মের নির্বান ধারণার থেকে পৃথক । সুতরাং জন্মান্তরবাদ এবং মোক্ষমুক্তির ধারণা একান্তই সনাতন ধর্মের বিশেষত্ব । বাহ্যিকভাবে দেখতে গেলে সগূণ সাকার ব্রহ্ম উপাসনা বা মূর্তি পূজা ও সনাতন ধর্মের একটি বিশেষ বৈশিষ্ট্য ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top