ভীষ্ম ছিলেন স্বর্গের দেবতা, অষ্টবসুর একজন । ঘটনাচক্রে তিনি পৃথিবীতে জন্ম নিতে বাধ্য হন । তাই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে সরাসরি স্বর্গেই যেতে চাচ্ছিলেন, যেহেতু সাধারণ মানুষের মতো পাপ পূন্যের ভিত্তিতে তাঁর স্বর্গ-নরক ভোগের কোনো ব্যাপার ছিলো না, কিন্তু দক্ষিণায়নে স্বর্গের দরজা থাকে বন্ধ । তাই তীর বিদ্ধ হওয়ার সাথে সাথেই যদি তিনি দেহত্যাগ করতেন, তাহলে তাকে অশরীরীভাবে এখানে সেখানে ঘুরে বেড়াতে হতো, সেটা তিনি চান নি বলেই উত্তরায়ণ শুরুর জন্য অপেক্ষা করছিলেন, উত্তরায়ণে যখন স্বর্গের দরজা খুলে তখন তিনি দেহত্যাগ করেন এবং সরাসরি স্বর্গে চলে যান ।
আরও জানুন : দ্রৌপদীর পাঁচ স্বামী হওয়ার কারণ