ঘরে বসেই করুন গণেশ চতুর্থী পূজা: সহজ নিয়ম ও মন্ত্র

0

ঘরে বসেই করুন গণেশ চতুর্থী পূজা: সহজ নিয়ম ও মন্ত্র


ঘরে বসে কিভাবে করবেন গণেশ চতুর্থীর পূজা

গণেশ পূজো তো চলে এলো বন্ধুরা!

​ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীকে গণেশ চতুর্থী বলা হয় ।  এই দিনটি আমাদের ভারতবর্ষের প্রায় সকল স্থানে ভগবান গণেশের জন্মদিন হিসেবে পালিত হয় । হিন্দু ধর্ম অনুসারে এই দিনে গণেশ পূজা করলে জীবনের সকল বাধা দূর হয় এবং সুখ-শান্তি লাভ হয় । Hindu Data এর আজকের আয়োজনে ঘরে বসেই কীভাবে গণেশ পূজা করবেন, তার একটি সহজ নির্দেশিকা নিচে দেওয়া হলো । তো চলুন শুরু করা যাক ।

​গণেশ পূজার সামগ্রী

​পূজার জন্য আপনার কিছু অপরিহার্য সামগ্রীর প্রয়োজন হবে । সেগুলো নিচে লিখে দিচ্ছি ।

  • ​গণেশের মূর্তি অথবা ছবি
  • ​পুষ্প (জবা, গাঁদা বা অন্যান্য লাল ফুল)
  • ​দূর্বা ঘাস
  • ​তুলসী পাতা (তুলসী ব্যবহার করা হয় না, দূর্বা, লাল ফুল ও দূর্বা ঘাস প্রধান উপকরণ)
  • ​ফল ও মিষ্টি (বিশেষ করে মোদক)
  • ​ধূপ ও প্রদীপ
  • ​চন্দন ও সিঁদুর
  • ​একটি ছোটো জলপাত্র

গণেশ ​পূজা পদ্ধতি

​১. প্রস্তুতি:

  • ​পূজার স্থানটি পরিষ্কার করুন ।
  • ​একটি আসনে গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন ।
  • ​ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পূজার সূচনা করুন ।

২. গণেশের ধ্যান:

পূজা শুরু করার আগে গণেশের ধ্যান করা আবশ্যক । নিচের মন্ত্রটি পাঠ করে গণেশকে মনে মনে আহ্বান করুন ।

​খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং
প্রস্যন্দন্মদ্গন্ধলুব্ধমধুপব্যালোলগণ্ডস্থলম্।
দন্তাঘাতবিদারিতারিরুধিরৈঃ সিন্দূরশোভাকরং
বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।

​মন্ত্রের অর্থ: যিনি খর্বাকৃতি, স্থূলশরীর, লম্বোদর ও গজেন্দ্রবদন হওয়া সত্ত্বেও সুন্দর; যাঁর বদন থেকে নিঃসৃত মদগন্ধে ভ্রমরের দল ব্যাকুল হয় । যিনি শত্রুদের দন্তাঘাতে বিদীর্ণ করে তাদের রক্ত দিয়ে নিজের দেহ সিঁদুরের মতো শোভিত করেছেন । সেই পার্বতীপুত্র, সিদ্ধিদাতা ও কামদাতা গণপতিকে আমি বন্দনা করি ।


​৩. পুষ্প, দূর্বা ও মোদক অর্পণ:

​মন্ত্র পাঠের পর গণেশকে ফুল ও দূর্বা অর্পণ করুন । দূর্বা গণেশের অত্যন্ত প্রিয়, তাই এর ব্যবহার অপরিহার্য ।
​মোদক বা অন্য কোনো মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন ।

​৪. প্রণাম ও প্রার্থনা:

ভোগ নিবেদনের পর নিচের মন্ত্রগুলো পাঠ করে গণেশকে প্রণাম ও প্রার্থনা করুন ।

গণেশের ​প্রণাম মন্ত্র:

​একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।


​মন্ত্রের অর্থ: যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি ।

গণেশের ​প্রার্থনা মন্ত্র:

​দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকণারুণাঃ।
বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজরেণবঃ।।

​মন্ত্রের অর্থ: দেবরাজ ইন্দ্রের মস্তকে থাকা মন্দার ফুলের পরাগ দ্বারা রক্তিম হেরম্বের পাদপদ্মের রেণুসমূহ আমার সকল বাধা দূর করুক ।

​৫. রাশি অনুযায়ী গণেশ মন্ত্র

​প্রতিটি রাশির জন্য গণেশের নির্দিষ্ট মন্ত্র জপ করলে বিশেষ ফল লাভ হয় । এটি জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে । আপনার রাশি অনুযায়ী গণেশ মন্ত্রটি ১০৮ বার জপ করতে পারেন । আমি সেটাও নিচে লিখে দিচ্ছি ।

রাশি গণেশ নাম গণেশ মন্ত্র
মেষ বক্রতুণ্ড ওঁ বক্রতুণ্ডায় নমঃ
বৃষ একদন্ত ওঁ একদন্তায় নমঃ
মিথুন কৃষ্ণপিঙ্গাক্ষ ওঁ কৃষ্ণপিঙ্গাক্ষায় নমঃ
কর্কট গজবক্ত্র ওঁ গজবক্ত্রায় নমঃ
সিংহ লম্বোদর ওঁ লম্বোদরায় নমঃ
কন্যা বিকট ওঁ বিকটায় নমঃ
তুলা বিঘ্নরাজেন্দ্র ওঁ বিঘ্নরাজেন্দ্রায় নমঃ
বৃশ্চিক ধূম্রবর্ণ ওঁ ধূম্রবর্ণায় নমঃ
ধনু মহোদর ওঁ মহোদরায় নমঃ
মকর বিনায়ক ওঁ বিনায়কায় নমঃ
কুম্ভ গণপতি ওঁ গণপতয়ে নমঃ
মীন গজানন ওঁ গজাননায় নমঃ

৬. জপ করার নিয়ম:

প্রতিদিন সকালে পূজার পর আপনার রাশি অনুযায়ী এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন । এটি ভক্তিভরে করলে জীবনের সকল বাধা থেকে মুক্তি পেতে পারেন ।

​গণেশ চতুর্থীর পবিত্র দিনে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক! Hindu Data এর পক্ষ থেকে জানাই সকলকে গণেশ চতুর্থীর অগ্রীম শুভেচ্ছা!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)
To Top