মহাভারতের অজানা রহস্য ! যা রোমাঞ্চিত করবে আপনাকেও !

0

মহাভারতের অজানা রহস্য ! যা রোমাঞ্চিত করবে আপনাকেও !

মহাভারতের একটি অজানা রহস্য

মহাভারত হিন্দুধর্মের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের মধ্যে একটি । শুধু ধর্মগ্রন্থই নয়, এটি একটি বিশাল জ্ঞানকোষও বটে । মহাভারত না পড়লে আপনি ভালোভাবে হিন্দুধর্মকে জানতেই পারবেন না । কেননা হিন্দুধর্মের প্রধান পুরুষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত সরূপ বর্ণিত হয়ছে এই মহাভারতে । এছাড়াও বিভিন্ন কাহিনি, উপকাহিনি মহাভারতকে আরো সৌন্দর্যমন্ডিত করে তুলেছে । পৃথিবীতে মহাভারতের মতো এতো যুগোপযোগী ধর্মগ্রন্থ আপনি একটিও দেখতে পাবেন না ।

আজ আমি আপনাদের মহাভারতের এমন একটি রহস্যের কথা বলব যা এখনো অমীমাংসিত রয়েছে!


মহাভারতের ১৮ সংখ্যাতত্ত্বের রহস্য

মহাভারতে বার বার উঠে এসেছে এই ১৮ সংখ্যাটি । কি রহস্য আছে এই সংখ্যাটিতে ? জানতে হলে একটু ভালোভাবে মনযোগ দিয়ে পড়ুন :

  • মহাভারতে মোট পর্ব রয়েছে ১৮ টি ।
  • মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শ্রীমদ্ভগবদগীতাতেও রয়েছে ১৮ টি অধ্যায় ।
  • কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল মোট ১৮ দিন ।
  • কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পক্ষে সৈন্য ছিল ১১ অক্ষৌহিণী এবং পান্ডব পক্ষে ছিল ৭ অক্ষৌহিণী । এই দুটি সংখ্যা যোগ করে দেখুন ১১+৭ = ১৮ হচ্ছে । অর্থাৎ মহাভারতের যুদ্ধে মোট সৈন্য সংখ্যা ছিল ১৮ অক্ষৌহিণী !
  • কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম ৯ দিন অপরাজেয় ছিলেন । এখানে মনে রাখতে হবে, যে ৯ সংখ্যাটি ১৮ এর অর্ধেক ।
  • মহাভারতের মহাযুদ্ধে প্রত্যেক অক্ষৌহিণী সেনাতে রথ থাকতো ২১৮৭০ টি, হাতি থাকতো ২১৮৭০ টি, অশ্বারোহী যোদ্ধা থাকতো ৬৫৬১০ টি এবং সেনা থাকতো ১০৯৩৫০ জন । এখানে আশ্চর্যের বিষয় এটিই যে, এখানে এদের মধ্যে যেকোন সংখ্যাকে যদি নিজেদের মধ্যে আলাদাভাবে যোগ করা যায়, তাহলেও পরে কিন্তু ঐ ১৮ সংখ্যাটিই চলে আসে । যেমন :

        রথ = ২+১+৮+৭+০ = ১৮

        হাতী = ২+১+৮+৭+০ = ১৮

        অশ্বারোহী যোদ্ধা = ৬+৫+৬+১+০ = ১৮

        সেনা = ১+০+৯+৩+৫+০ = ১৮

  • কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মোট ১৮ জন যোদ্ধাই জীবিত ছিলেন । যার মধ্যে কৌরব পক্ষ থেকে ৩ জন এবং পান্ডব পক্ষ থেকে ছিলেন ১৫ জন ।
  • মহাভারতের যুদ্ধ শেষে পান্ডবরা হস্তিনাপুরে ৩৬ বছর রাজত্ব করেছিলেন । এখানে ৩৬ কে অর্ধেক করলেও হয় ১৮ ।

কি অবাক হলেন ?

এই রহস্যের সমাধান আমাদের কাছেও নেই ।

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে ।


আরও পড়ুন :

মহাভারত কবে রচিত হয়েছিল ?

হিন্দুধর্মের প্রথম মানব কে ?

হিন্দুধর্মে কেন গরুকে মাতা বলা হয়েছে ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top