আরতি শব্দের অর্থ কি ? আরতি কেন করা হয় ?

0
আরতি শব্দের অর্থ কি ? আরতি কেন করা হয় ?

আরতি কি ?

আরতি শব্দের অর্থ কি ?

আ'' অর্থে ব‍্যাপ্তি; "রতি" অর্থে প্রেম, ভালোবাসা ও অনুরাগ । অর্থাৎ যে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীভগবানের নিজের প্রীতি বর্ধিত হয় অর্থাৎ তিনি ভক্তের প্রতি প্রসন্ন বা সন্তুষ্ট হন এবং ভগবানের প্রতিও ভক্তের প্রেম, প্রীতি, ভালোবাসা, ভক্তি ও অনুরাগ বৃদ্ধি পায় তাকে আরতি বলে ।

আরতিকে নীরাজন বলা হয় । একান্ত মনোনিবেশ করে ভগবান কে ধূপ, দীপ, পুষ্প, প্রদীপ, চামর, অর্ঘ‍্যপাত্র, ধৌতবস্ত্র, ব‍্যজন ইত্যাদি দ্বারা ভগবান কে আরতি করতে হয় ।

শ্রীবিগ্রহের পদতলে  ৪ বার, নাভিদেশে ২ বার, মুখমণ্ডলে ৩ বার, সর্বত্র গাত্রকে ৭ বার করিয়া এক এক প্রকারের আরতি করা হয় ।

আরতির মাহাত্ম্য

স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী দেবী কে বলেছেন যে, ভগবানের পূজা যদি মন্ত্রহীন বা ক্রীয়াহীন হয়, তবে তা আরতির দ্বারা সর্বপ্রকারে সম্পূর্ণতা প্রাপ্ত হয় ।

স্কন্দপুরাণে বর্ণনা আছে যে কেউ যদি আরতি দর্শন করেন বা আরতিতে অংশগ্রহণ করেন, নৃত্য করেন তাহলে ওই ব‍্যক্তি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন । এমনকি ব্রহ্মহত‍্যার মতো জঘন্যতম পাপ থেকে মুক্ত হন । 

তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, ভগবানের আরতির পরে কেউ পুষ্প ও প্রদীপ, ধূপ নাসারন্ধ্রে প্রবেশ বা গাত্রকে আভা গ্রহণ করলে তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন ।

বরাহপুরাণে বলা হয়েছে যে, কেউ যদি আরতির সময় শ্রীভগবানের শ্রীবিগ্রহ বা মুখমণ্ডল আনন্দ ভাবে দর্শন করেন, শ্রী যমরাজ তাকে দেখে ভয় পায় এবং মৃত্যুর পর তার বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়। তাই আমাদের সকলের কর্তব্য বা উচিত শ্রীভগবানের আরতিতে অংশগ্রহণ, কীর্তন, দর্শন, নৃত্য করন। তাতে ভগবান সন্তুষ্ট ও আনন্দিত হন ।

আরতি করার পদ্ধতি

শাস্ত্রীয় নিয়মের ধাপ অনুযায়ী আরতি উপকরণ এবং 

নিবেদনের নিয়ম (কতবার ঘুরাবেন) দেওয়া হলোঃ

  (ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেইভাবে হাত ঘুরাবেন) 


প্রথমে,        ধূপ            ~ শুধু সর্বাঙ্গে (৭ বার) 

এরপর,      প্রদীপ        ~ পাদপদ্ম (৪ বার) নাভি

(২ বার)  মুখমণ্ডল (৩ বার)  সর্বাঙ্গে (৭ বার)

এরপর,     জলশঙ্খ     ~ শিরোদেশে (৩ বার)  সর্বাঙ্গে (৭ বার)

এরপর,     বস্ত্র/রুমাল  ~ শুধু সর্বাঙ্গে (৭ বার)

এরপর,    পুষ্প           ~ শুধু সর্বাঙ্গে (৭ বার)

এরপর,    চামর           ~ সময়ানুযায়ী সুন্দরভাবে 

দুলিয়ে দেখাবেন (যতবার ইচ্ছা )।। 

এরপর,    ময়ূর পাখা   ~ সময়ানুযায়ী সুন্দরভাবে 

দুলিয়ে দেখাবেন ।


আরও পড়ুন :

বিশ্বব্যাপী শীর্ষ ১০ সেলিব্রেটি যারা হিন্দুধর্ম গ্রহণ করেছেন

মহাভারতের বাংলা অনুবাদ করেন কে ?

হিন্দুরা কেন মৃতদেহ পুড়িয়ে ফেলে ?

হিন্দুরা কেন প্রতিমা বিসর্জন দেয় ?

সরস্বতী পূজার আগে বরই খাওয়া বারণ কেন ?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top